জ্যোতির্ময় দে খুনের মামলায় এবার গ্রেফতার সাংবাদিক

মুম্বইয়ের সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের জেরে এবার গ্রেফতার হলেন একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক। শুক্রবার সকালে ধৃত জিগনা ভোরা নামে এই সাংবাদিকের সঙ্গে ছোটা রাজন গোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি মুম্বই পুলিসের।

Updated By: Nov 25, 2011, 12:58 PM IST

মুম্বইয়ের সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডের জেরে এবার গ্রেফতার হলেন একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক। শুক্রবার সকালে ধৃত জিগনা ভোরা নামে এই সাংবাদিকের সঙ্গে ছোটা রাজন গোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি মুম্বই পুলিসের। গত ১১ জুন বাণিজ্য নগরীর পওয়াইয়ে একটি শপিং মলের কাছে `মিড ডে`র ক্রাইম রিপোর্টার `জে দে`-কে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে ৯টি গুলি চালায় তারা। প্রথমে দাউদসঙ্গী ছোটা শাকিলের গ্যাংকে এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হয়। পরে সন্দেহের তালিকায় ঠাঁই পায় ছোটা রাজন গ্যাং`ও।
চলতি মাসেই কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া টেলিফোন সাক্ষাত্‍কারে জে দে-কে হত্যার দায় স্বীকার করেছিলেন ছোটা রাজন। `ডি কোম্পানি`-ছুট এই মাফিয়া ডন জানান, জ্যোতির্ময়ের বিভিন্ন লেখা পড়ে তার মনে হয়েছিল, মিড ডে-র এই রিপোর্টার দাউজ ইব্রাহিমের ঘনিষ্ঠ। তাই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
জে দে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে সতীশ কালিয়া, অভিজিত্‍ সিন্ডে, অরুণ জনার্দন ডাকে, সচীন সুরেশ গায়কোয়াড়, অনিল ওয়াঘমাড়ে-সহ ছোটা রাজন গ্যাংয়ের দশ জনকে গ্রফতার করা হয়েছে। চাঞ্চল্যকর এই সাংবাদিক হত্যা মামলায় এবার জড়িয়ে পড়ল আর এক সাংবাদিকের নাম। বিনোদ আনসারি নামে ছোটা রাজন ঘনিষ্ঠ এক প্রমোটারকে জেরা করে জে দে কাণ্ডে জিগনা ভোরার যোগাযোগ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পায় মুম্বই পুলিস।

.