মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে থাপ্পড় শরদ পাওয়ারকে

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে চপেটাঘাতকেই হাতিয়ার করলেন হরবিন্দর সিং। বৃহস্পতিবার নয়াদিল্লি পুরভবনের অডিটোরিয়াম হলে কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রী শরদ পাওয়ারকে চড় মারেন এই শিখ যুবক।

Updated By: Nov 24, 2011, 03:13 PM IST

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে চপেটাঘাতকেই হাতিয়ার করলেন হরবিন্দর সিং। বৃহস্পতিবার নয়াদিল্লি পুরভবনের অডিটোরিয়াম হলে কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রী শরদ পাওয়ারকে চড় মারেন এই শিখ যুবক।
এদিন দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পুরভবনে এসেছিলেন এনসিপি সুপ্রিমো। সাংবাদিক বৈঠক শেষে বেরনোর সময় হঠাত্‍ শারীরিক আক্রমণের মুখে পড়ে দৃশ্যতই হকচকিয়ে যান তিনি। যদিও দ্রুত হরবিন্দকে ধরে ফেলেন উপস্থিত নিরাপত্তারক্ষীরা। খবরে প্রকাশ, কয়েকদিন আগে দিল্লির রোহিণী কোর্ট কলপ্লেক্সে বিশেষ সিবিআই আদালত চত্বরে নরসিংহ রাও জমানার টেলিকম মন্ত্রী সুখরামের উপর চড়াও হয়েছিলেন এই হরবিন্দর সিং। ১৯৯৬ সালের টেলিকম কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন সুখরাম।
শরদ পাওয়ারকে চড় মারার পর মিডিয়ার মুখোমুখি হয়ে হরবিন্দর বলেন ইউপিএ সরকারের জনবিরোধী নীতির কারণে জিনিসপত্রের দাম উর্ধ্বমুখী। ফলে নাভিশ্বাস উঠেছে আম আদমির। আর এরই প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চড় মেরেছেন তিনি।
দিনেদুপুরে দিল্লির পুরভবনে মারাঠা স্ট্রংম্যানের চড় খাওয়ার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের তরফে পুরো ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। দলের নেতা রশিদ আলভির অভিযোগ, ধৃত হরবিন্দর সিং এনডিএ জোটের অন্যতম শরিক অকালি দলের সমর্থক। অন্য দিকে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি পুরো ঘটনার নিন্দা করে বলেছন তাঁর দল কখনোই এ ধরণের অগণতান্ত্রিক, শিষ্টাচার বহির্ভূত আচরণ অনুমোদন করে না।
ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি সভাপতি মুলায়ম সিং যাদবও। কিন্তু সেই সঙ্গেই তাঁর মন্তব্য, মূল্যবৃদ্ধি যে পর্যায়ে পৌঁছেছে তাতে সাধারণ মানুষ ক্রমেই ধৈর্য হারাচ্ছেন। এদিন দিল্লি পুরভবনে চড়-কাণ্ডের পরই শরদ পাওয়ারকে ফোন করে পুরো ঘটনা সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

.