মুম্বই বিস্ফোরণ: মৃত্যুদণ্ডের আদেশ বহাল ৩ জঙ্গির
২০০৩-এর মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত ৩ লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখল বম্বে হাইকোর্ট। শুক্রবার বিস্ফোরণে জড়িত আসরাত আনসারি, হানিফ সৈয়দ আনিস ও তার স্ত্রী ফেহমিদা সৈয়দের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে হাইকোর্টের বিচারপতি এএম খানভিলকার ও বিচারপতি পিডি কোড়ের ডিভিশন বেঞ্চ।
২০০৩-এর মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত ৩ লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখল বম্বে হাইকোর্ট। শুক্রবার বিস্ফোরণে জড়িত আসরাত আনসারি, হানিফ সৈয়দ আনিস ও তার স্ত্রী ফেহমিদা সৈয়দের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে হাইকোর্টের বিচারপতি এএম খানভিলকার ও বিচারপতি পিডি কোড়ের ডিভিশন বেঞ্চ।
২০০৩-এর ২৫ অগাস্ট মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া ও জাভেরি বাজারে দুটি শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হয় ৫৭ জনের। আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে যায়। ২০০৯-এর ৬ অগাস্ট ওই বিস্ফোরণে দোষীদের পোটা (প্রিভেশন অফ টেরোরিজম অ্যাক্ট) আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়। বিস্ফোরণ কাণ্ডে অপর দুই অভিযুক্ত মহম্মদ আনসারি লাড়ুওয়ালা ও মহম্মদ হাসান ব্যাটারিওয়ালাকে পোটা-র রিভিউ কমিটির রিপোর্টের ভিত্তিতে ছাড় দেয় নিম্ন আদালত।
কিন্তু নিম্ন আদালতের নির্দেশ এদিন খারিজ করে দেয় উচ্চ আদালত। এবং ৪ সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় শুনানিতে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছে বম্বে হাইকোর্ট। এছাড়া দোষী সাব্যস্ত ৩ জঙ্গিকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।