মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ দুর্ঘটনায় পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে

ওয়েব ডেস্ক: মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ দুর্ঘটনায় পড়া ১৪ জনকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। মুম্বইয়ের টানা বৃষ্টিতে বুধবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিটিশ আমলে তৈরি এই প্রাচীন ব্রিজ। সঙ্গে সঙ্গে জলের তোড়ে ভেসে যায় দুটি বাস ও কয়েকটি গাড়ি। তারপর থেকেই বাসে থাকা নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাসি চালানো হচ্ছে। তল্লাসি চালানো যদিও এখনও পর্যন্ত শেষ হয়নি।

আরও পড়ুন দিনের আলোয় ব্যস্ত রাস্তায় যুবক খুন!(ভয়ঙ্কর ভিডিও)

এই বড়সড় বিপর্যয়ের ঘটনাস্থলে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা ও বায়ুসেনাকে। নৌকোয়, হেলিকপ্টারে, ডুবুরি নামিয়ে সন্ধান শুরু হয় নিখোঁজদের। নামানো হয় সেনাবাহিনী এবং বায়ুসেনার জওয়ানদেরও।

আরও পড়ুন  নতুন ড্রাইভিং আইনে যে পরিমাণ জরিমানা গুনতে হবে, জেনে নিন

English Title: 
mumbai goa national bridge collapse
News Source: 
Home Title: 

মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ দুর্ঘটনায় পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে

মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ দুর্ঘটনায় পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে
Yes
Is Blog?: 
No
Section: