মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ ভেঙে নদীতে যাত্রী বোঝাই বাস, নিখোঁজ কমপক্ষে ২২

মহারাষ্ট্রের রায়গড়ে, মুম্বই-গোয়া জাতীয় সড়কে জলের তোড়ে ভেঙে গেল ব্রিজ। গতকাল রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে। দুটি সরকারি বাস নিখোঁজ বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জলের তোড়ে দুটি গাড়ি ভেসে গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

Updated By: Aug 3, 2016, 11:51 AM IST
মুম্বই-গোয়া জাতীয় সড়কে ব্রিজ ভেঙে নদীতে যাত্রী বোঝাই বাস, নিখোঁজ কমপক্ষে ২২

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের রায়গড়ে, মুম্বই-গোয়া জাতীয় সড়কে জলের তোড়ে ভেঙে গেল ব্রিজ। গতকাল রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে। দুটি সরকারি বাস নিখোঁজ বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জলের তোড়ে দুটি গাড়ি ভেসে গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

লাগাতার বৃষ্টিতে মহাবালেশ্বরের সাবিত্রী নদীর জল আচমকা বেড়ে যাওয়াতেই ব্রিটিশ আমলের ব্রিজটি ভেঙে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে NDRF। গাড়ি দুটিকে উদ্ধারের কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, গত কয়েক দিন ভারী বৃষ্টি হওয়ার ফলে সাবিত্রী নদীর জল বেড়ে উঠেছিল। সেই কারণেই সম্ভবত পুরনো ব্রিজটি জলের ধাক্কা সহ্য করতে না পেরে ভেঙে পড়েছে। বাস দুটিতে অন্তত ২২ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

.