Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি মুম্বই আদালতের, ২ মার্চের আগে হাজিরার নির্দেশ

কেন এই সমন?

Updated By: Feb 2, 2022, 04:52 PM IST
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি মুম্বই আদালতের, ২ মার্চের আগে হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে সমন জারি করল মুম্বই আদালত (Mumbai Court)। ২ মার্চের আগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল বাংলার মুখ্যমন্ত্রীকে। অভিযোগ? জাতীয় সঙ্গীতের আবমাননা (Insult to National Anthem)। মমতার বিরুদ্ধে FIR দায়ের করেছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, জনসভায় ভুলভাবে জাতীয় সঙ্গীত গেয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই সমন জারি করল আদালত। তবে সশরীরে হাজিরা নয়, আইনজীবীকে পাঠিয়েও তিনি নিজের বক্তব্য জানাতে পারবেন।

'বাংলাই বিনিয়োগের সেরা গন্তব্য'। শিল্পের বার্তা নিয়ে গত বছরের নভেম্বরে মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ৩ দিনের সফরে ঠাসা কর্মসূচি ছিল তাঁর। শিল্পপতি ও বিশিষ্টজনরাই তো বটেই, মুম্বইয়ে গিয়ে কিন্তু শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তখন অসুস্থ। হোটেলে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে।

আরও পড়ুন: Narendra Modi: 'বাংলাতেও কৃষি করিডর, চাষে নজরদারিতে ড্রোনের ব্যবহার', ঘোষণা মোদীর

এদিন কলকাতায় দলের সাংগঠনিক বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলি একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। স্পষ্টতই বললেন, 'কংগ্রেস তাঁর কথা শোনেনি, অহঙ্কার নিয়ে বসে থেকেছে। কংগ্রেস সাড়া না দিলেও  কোনও অসুবিধা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথে একলাই চলো চলবে তৃণমূল'। এমনকী, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার কথাও ঘোষণা করে দিয়েছেন মমতা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.