সম্পন্ন হল মুকুলের ডানা ছাঁটা, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা এখন ডেরেক ও'ব্রায়েন

সম্পন্ন হল মুকুল রায়ের ডানা ছাঁটার পালা। তৃনমূল সুপ্রিমোর একদা সর্বাপেক্ষা বিশ্বস্ত মুকুল রায়কে সরানো হল রাজ্যসভার তৃণমূলের দলনেতার পদ থেকে। রাজ্যসভায় এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়ান।

Updated By: Feb 28, 2015, 10:24 AM IST
সম্পন্ন হল মুকুলের  ডানা ছাঁটা, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা এখন ডেরেক ও'ব্রায়েন

ব্যুরো: সম্পন্ন হল মুকুল রায়ের ডানা ছাঁটার পালা। তৃনমূল সুপ্রিমোর একদা সর্বাপেক্ষা বিশ্বস্ত মুকুল রায়কে সরানো হল রাজ্যসভার তৃণমূলের দলনেতার পদ থেকে। রাজ্যসভায় এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়ান।

গত পরশু রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি পাওয়ার পর গতকালই নোটিস ইস্যু করেন হামিদ আনসারি।  

তৃণমূলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান ছিলেন মুকুল রায়। এবার সেই পদও বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে দলের সংসদীয় কাজকর্ম দেখবেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ান।

.