মুগলসরায়য়ের নাম বদলে হল দীনদয়াল উপাধ্যায় স্টেশন
নিজস্ব প্রতিবেদন: বদলে গেল উত্তরপ্রদেশের মুগলসরায় স্টেশনের নাম। শনিবার দীনদয়াল উপাধ্যায়ের নামে ওই স্টেশনের নামকরণ করা হল। ১৯৬৮ সালে জনসঙ্ঘের নেতা দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু হয়েছিল ওই স্টেশনেই। তাঁর নামে স্টেশনের নামকরণের প্রস্তাব দিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার। সমালোচনায় সরব হয়েছিল বিরোধীরা।
উত্তরপ্রদেশ সরকার যুক্তি দিয়েছিল, মুগলসরায় স্টেশনে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল দীনদয়াল উপাধ্যায়ের। তাঁর স্মৃতিতে স্টেশনের নামকরণ করা হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে রেলও রেকর্ডের পরিবর্তন করছে। বিরোধীদের দাবি, দেশের ইতিহাস বদলের চেষ্টা করছে গেরুয়া শিবির।
এশিয়ার অন্যতম প্রাচীন রেল স্টেশন মুগলসরায়। হাওড়া-দিল্লির রেলপথের মাঝে ১৮৬২ সালে মুগলসরায় স্টেশনটি নির্মাণ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওই স্টেশনের প্রস্তাবিত নাম পরিবর্তনে সবুজ সংকেত দেয় উত্তরপ্রদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অনুমোদন পায় এই প্রস্তাব।
আরও পড়ুন, গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করল পুলিস