ডারউইনের সূত্র নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
কেউ দেখেনি বানর থেকে মানুষ হতে, মন্তব্য কেন্দ্রীয় মানবসম্পদ প্রতিমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন: বানরকে মানুষ হতে কেউ দেখেনি। তাই চালর্স ডারউনের বিবর্তনবাদের সূত্র খারিজ করে দিলেন দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্যপাল সিং। তাঁর বক্তব্য, ডারউইনের সূত্রের পরিবর্তন করা উচিত।
কেন্দ্রীয়মন্ত্রীর যুক্তি, ''আমাদের পূর্বপুরুষরা কোথাও লেখেননি, বানর মানুষে পরিণত হয়েছে। বৈজ্ঞানিকভাবেই ডারউইনের বিবর্তনবাদ সূত্র ভুল। স্কুল ও কলেজের পাঠ্যবইয়ে পরিবর্তন করা দরকার। কেউ বানরকে মানুষে পরিণত হতে দেখেনি।''
আরও পড়ুন- মহারাষ্ট্রের জেলা পরিষদে বিজেপি-কংগ্রেস জোট, রিপোর্ট চাইলেন রাহুল
দীর্ঘ গবেষণার পর বিবর্তনবাদ তত্ত্বের অবতারণা করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন। তার সূত্র বলছে, বিবর্তনের মাধ্যমেই পশু-পাখি এমনকি মানুষের সৃষ্টি।