নির্বাচনি প্রচারে ৫ ফেব্রুয়ারি ব্রিগেডে মোদীর মেগা সমাবেশ
লোকসভা ভোটের প্রচারে রাজ্যে আসছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ ফেব্রুয়ারি সমাবেশ করবেন নরেন্দ্র মোদী। মোদীর সমাবেশ মঞ্চে বিজেপির কেন্দ্রীয় নেতাদের অনেকেরই উপস্থিত থাকার কথা।
লোকসভা ভোটের প্রচারে রাজ্যে আসছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ ফেব্রুয়ারি সমাবেশ করবেন নরেন্দ্র মোদী। মোদীর সমাবেশ মঞ্চে বিজেপির কেন্দ্রীয় নেতাদের অনেকেরই উপস্থিত থাকার কথা।
চার রাজ্যের ভোটে ধরাশায়ী কংগ্রেস। বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হওয়ার পরেই চার রাজ্যের ভোটকে পাখীর চোখ করেছিলেন নরেন্দ্র মোদী। একের পর এক জনসভায় চার রাজ্যকে কার্যত চষে ফেলেন তিনি। এবার সামনে লোকসভা ভোট। ফাইনালে আগে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। মোদী ক্যারিশমায় ভর করে দেশ জুড়ে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। এবার সেই তালিকায় বিশেষ, গুরুত্ব পাচ্ছে এ রাজ্যও।
চলতি বছরের নয়ই এপ্রিল এ রাজ্যে দলীয় সভা করেন নরেন্দ্র মোদী। আবারও রাজ্যে আসছেন মোদী। পাঁচই ফেব্রুয়ারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। মার্চ বা এপ্রিলের দিকে উত্তরবঙ্গেও সভা করবেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর, আসানসোলের মত বেশ কিছু কেন্দ্রকে টার্গেট করছে বিজেপি। সূত্রের খবর,সাংসদ তালিকাতেও থাকছে বেশ কিছু চমক । ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলিকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে তারা। এককথায় মোদীকে সামনে রেখে এ রাজ্যে শক্ত জমি পেতে মরিয়া বিজেপি।