মন কি বাতে হার্দিককে চ্যালেঞ্জ জানিয়ে মোদী,'গুজরাত হিংসার আন্দোলন মেনে নেবে না'

প্যাটেলদের বিক্ষোভে স্তম্ভিত হয়েছে গোটা দেশ। মন কী বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী। আর আজই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হার্দিক প্যাটেল। জানিয়ে দিলেন, দাবি আদায়ে কোনও রাজনৈতিক মঞ্চেরই প্রয়োজন নেই তাঁদের।

Updated By: Aug 30, 2015, 07:26 PM IST
মন কি বাতে হার্দিককে চ্যালেঞ্জ জানিয়ে মোদী,'গুজরাত হিংসার আন্দোলন মেনে নেবে না'

ব্যুরো: প্যাটেলদের বিক্ষোভে স্তম্ভিত হয়েছে গোটা দেশ। মন কী বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী। আর আজই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হার্দিক প্যাটেল। জানিয়ে দিলেন, দাবি আদায়ে কোনও রাজনৈতিক মঞ্চেরই প্রয়োজন নেই তাঁদের।

ওবিসি তালিকায় তুলতে হবে প্যাটেলদের। এই দাবি নিয়ে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে গুজরাত। প্রতিবাদ- বিক্ষোভ-অগ্নিসংযোগ। পুলিসের পাল্টা লাঠি, শূন্যে গুলি। সবমিলিয়ে মুহূর্তেই নতুন করে খবরের শিরোনামে উঠে আসে মোদীর গুজরাত। তাই মন কী বাতে তে সেই ইস্যুতে মুখ না খুলে পারলেন না প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী যখন রেডিওতে মনের কথা শোনাচ্ছেন, তখন নিজেদের দাবি নিয়ে দিল্লিতে হাজির প্যাটেল সম্প্রদায়ের নেতা হার্দিক। জানিয়ে দিলেন দাবি পূরণে রাজনৈতিক মঞ্চের প্রয়োজন নেই তাঁদের।

প্রধানমন্ত্রী অবশ্য আশাবাদী। মনের কথায় তাঁর দাবি, গুজরাতের সাধারণ মানুষ হিংসার আন্দোলনকে কোনওভাবেই মেনে নেননি।

.