দেশের সবচেয়ে বড় রণতরীতে বসে মোদীর মুখে যুদ্ধজয়ের হাসি

দেশের সবচেয়ে বড় রণতরীতে বসে মোদীর মুখে যুদ্ধজয়ের হাসি

Updated By: Jun 14, 2014, 06:24 PM IST

----------------------------------------
ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এটি। গোয়ার সমুদ্রতট থেকে আজ সেনা হেলিকপ্টারে উড়ে যান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান নৌসেনাপ্রধান।

শনিবার গোয়া উপকূল থেকে রওনা দিল ভারতের সর্ববৃহত্‍ বিমানবাহী রণতরী আইএনএন বিক্রমাদিত্য। রণতরীতে সওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য, ভারতীয় নৌ সেনার শক্তি খুঁটিয়ে পর্যবেক্ষণ করা। আর নৌসেনাদের মনোবল বাড়ানো। । প্রথমবার ভারতীয় সেনার শক্তি দেখতে আসছেন নতুন প্রধানমন্ত্রী। তাই সকাল থেকেই উচ্ছ্বাস ছিল নৌবাহিনীর মধ্যে।

গোয়ার সমুদ্রতটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌ সেনা প্রধান আর কে ধাওয়ান। বিক্রমাদিত্য সমুদ্রে কিছু টা এগিয়ে যাওয়ার পর মিগ মিগ টোয়েন্টি নাইন কে-তে চেপে বসেন নরেন্দ্র মোদী।

আইএনএস বিক্রমাদিত্যে রয়েছে সি হ্যারিয়ার, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান সহ একাধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। সব যুদ্ধবিমানই খুঁটিয়ে দেখেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির আমলে গত বছর নভেম্বরে রাশিয়া থেকে বিমানবাহী রণতরীটি কিনেছিল ভারত।

.