প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর

গুজরাতের মসনদে তৃতীয়বার আসীন হওয়ার পর নরেন্দ্র মোদী প্রথম বারের জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে একান্ত সাক্ষাত করলেন। নরেন্দ্র মোদী আজ সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে দিল্লিতে তাঁর বাসবভনে গিয়ে দেখা করেন।

Updated By: Feb 6, 2013, 12:26 PM IST

গুজরাতের মসনদে তৃতীয়বার আসীন হওয়ার পর নরেন্দ্র মোদী প্রথম বারের জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে একান্ত সাক্ষাত করলেন। নরেন্দ্র মোদী আজ সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে দিল্লিতে তাঁর বাসবভনে গিয়ে দেখা করেন।
সাক্ষাতের পর মোদী জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি খুশী। তাঁদের মধ্যে বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সূত্রের খবর গুজরাতের উন্নতির জন্য মোদীকে ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানিয়েছেন মনমোহন সিং।
নরেন্দ্র মোদী জানিয়েছেন গুজরাতের সমস্ত আটকে থাকা প্রকল্প গুলি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। নর্মদা সেচ প্রকল্প নিয়েও মনমোহন সিং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, বুধবারই দিল্লির শ্রীরাম কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী।

.