নরেন্দ্র মোদীকে বিতর্ক সভায় যোগ দেওয়ার ডাক সিদ্দারামাইয়ার
১২ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে শেষ মুহূর্তের প্রচারে নেমেছে বিজেপি থেকে কংগ্রেস। প্রচারমঞ্চ থেকে চলছে একে অপরকে আক্রমণ প্রতি-আক্রমণের পালা।
নিজস্ব প্রতিবেদন : কংগ্রেস সভাপতির পর এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতাদের বিতর্কসভায় যোগ দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানালেন সিদ্দারামাইয়া। তাঁর অভিযোগ, নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতারা কর্ণাটকের মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছেন। মিথ্যাচার করছেন। তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা সহ সেখানে প্রচারে আসা বিজেপি নেতাদের কর্ণাটক নিয়ে বিতর্কসভায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন সিদ্দারামাইয়া।
১২ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে শেষ মুহূর্তের প্রচারে নেমেছে বিজেপি থেকে কংগ্রেস। প্রচারমঞ্চ থেকে চলছে একে অপরকে আক্রমণ প্রতি-আক্রমণের পালা। রবিবার একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ''কংগ্রেস আমাকে নানাভাবে অভিযুক্ত করছে। কারণ কর্ণাটকের উন্নয়ন নিয়ে তাদের কোনও নির্দিষ্ট চিন্তাভাবনা বা পরিকল্পনা নেই।'' এরপরই তাঁকে ফের আক্রমণে নামেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর টুইট, ''কর্ণাটকে একের পর এক যুগান্তকারী উন্নয়নের কাজ করেছে কংগ্রেস। কিন্তু তা কেন্দ্রীয় প্রকল্প বলে দাবি করে নাম কিনতে চাইছেন প্রধানমন্ত্রী। এটা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই না।''
PM Modi is deliberately confusing Karnataka voters with his bombastic speeches on non-issues. All hot air & no substance. My contest is not with him. It is with Yaddyurappa.
I challenge him to an open debate on issues on a single platform. Will he accept? Modi is also welcome! pic.twitter.com/34Jl6nIeOE
— Siddaramaiah (@siddaramaiah) May 7, 2018
রবিবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ফের প্রধানমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা সহ শীর্ষ নেতৃত্বদের ফের আক্রমণ করেন। তাঁর টুইট, ''বাইরে প্রচারমঞ্চে দাঁড়িয়ে মিথ্যাচার না করে প্রয়োজনে আলোচনাসভায় যোগ দিন। সেখানেই কথা হোক কে কতটা উন্নয়নের কাজ করেছে। তাহলেই প্রমাণ হবে সব।'' তিনি বলেন, ''৬.৫ কোটি কন্নড়ভাষীর ভবিষ্যত্ নিয়ে লড়াই চলছে এখানে। তাই সেখানে দু'পক্ষেরই সামনাসামনি হওয়া জরুরি। আসল সত্যিটা সামনে আসবে তবেই।''
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের নির্দেশ সরকারি বাংলোর মায়া ছাড়তে হচ্ছে ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রীদের