সুপ্রিম কোর্টের নির্দেশ সরকারি বাংলোর মায়া ছাড়তে হচ্ছে ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রীদের
সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি বাংলো হারাতে বসেছেন অখিলেশ, মায়াবতী ও মুলায়ম সিং যাদব।
নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি বাংলো হারাতে বসেছেন অখিলেশ, মায়াবতী ও মুলায়ম সিং যাদব।
সম্প্রতি অখিলেশ সরকারের তৈরি করা একটি আইন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালে একটি আইন করে উত্তরপ্রদেশের ৫ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য সরকারি বাংলোর ব্যবস্থা করেন। সেই তালিকায় ছিলেন রাজনাথ সিং, কল্যাণ সিং, মুলায়ম সিং, মায়াবতী, এন ডি তিওয়ারি।
আরও পড়ুন-বিয়েতে নারাজ, তরুণীর গায়ে অ্যাসিড-কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিল যুবক
প্রসঙ্গত ১৯৮১ সালে একটি আইন তৈরি করেছিল ভি পি সিং সরকার। সেখানে বলা হয়, ক্ষমতা থেকে সরে যাওয়ার ১৫ দিনের মধ্যে সরকারি বাংলো ছেড়ে দিতে হবে মুখ্যমন্ত্রীদের। অখিলেশ সরকার সেই আইন সংশোধন করে।
আরও পড়ুন-চলন্ত ট্যাক্সির জানলা থেকে ছিটকে এল বিশেষ তরল, রবীন্দ্র সরোবরে নারকীয় উল্লাস!
অখিলেশ সরকারের ওই আইনের ফলে লখনউয়ে একটি ১০ কামরার বাংলো পেয়ে যান মায়াবতী। সুপ্রিম কোর্টে তার রায়ে জানিয়েছে, কোনও যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই প্রাক্তন মুখ্যমন্ত্রীদের এই সুবিধে দেওয়া হয়েছে।