বিহারের ভোটে ধরাশায়ী হওয়ার পর সংস্কারের পথে মোদি সরকার

বিহারে ভোটে বিজেপি ধরাশায়ী হওয়ার পর সংস্কারের ঘোড়া ছোটাতে উঠে পড়ে লাগল মোদী সরকার। বিদেশি বিনিয়োগের দরজা আরও হাট করে খুলে দেওয়া হচ্ছে। রেল,

Updated By: Nov 10, 2015, 06:44 PM IST
 বিহারের ভোটে ধরাশায়ী হওয়ার পর সংস্কারের পথে মোদি সরকার

ওয়েব ডেস্ক: বিহারে ভোটে বিজেপি ধরাশায়ী হওয়ার পর সংস্কারের ঘোড়া ছোটাতে উঠে পড়ে লাগল মোদী সরকার। বিদেশি বিনিয়োগের দরজা আরও হাট করে খুলে দেওয়া হচ্ছে। রেল,

অসামরিক বিমান চলাচল, প্রতিরক্ষা, বিমা, সম্প্রচার, নির্মাণ-সহ পনেরটি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের সীমা একশো শতাংশ করে দিচ্ছে কেন্দ্র।
সরকারি নীতির দীর্ঘসূত্রিতা এড়াতে অটোমেটিক রুটেই এই বিনিয়োগের নির্দেশিকা জারি হচ্ছে।  
আজ রাতেই জারি হবে নির্দেশিকা। প্রধানমন্ত্রীর ব্রিটেন সফরে যাওয়ার আগে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। বিদেশের বিনিয়োগকারীদের কাছে

আমূল সংস্কারের বার্তা পৌছে দিতেই এই সিদ্ধান্ত নিতে হল মোদী সরকারকে। সংসদকে এড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে কেন্দ্রকে।

.