মোদীই যোগ্য প্রধানমন্ত্রী: রাজনাথ সিং
নরেন্দ্র মোদীকেই দেশের সফলতম মুখ্যমন্ত্রী হিসাবে দেখছেন বিজেপি সাধারণ সম্পাদক রাজনাথ সিং। শনিবার ভারতীয় জনতা পার্টির জাতীয় উপদেষ্টা কমিটির বৈঠকে রাজনাথ উল্লেখ করেন, মোদীই দলের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কোনও রাজ্যে টানা তিন বার প্রশাসনিক শীর্ষে বসেছেন। শুধু দেশের ভিতরেই নয় গোটা বিশ্ব এখন মোদীর সফলতার চর্চায় ব্যস্ত বলে দাবি করেছেন বিজেপি সভাপতি। রাজনাথের প্রশংসার অন্য সমীকরণ টানতে শুরু করেছে রাজনৈতিক শিবির। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া কার্যত এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। মত রাজনীতির কারবারিদের।
নরেন্দ্র মোদীকেই দেশের সফলতম মুখ্যমন্ত্রী হিসাবে দেখছেন বিজেপি সাধারণ সম্পাদক রাজনাথ সিং। শনিবার ভারতীয় জনতা পার্টির জাতীয় উপদেষ্টা কমিটির বৈঠকে রাজনাথ উল্লেখ করেন, মোদীই দলের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কোনও রাজ্যে টানা তিন বার প্রশাসনিক শীর্ষে বসেছেন। শুধু দেশের ভিতরেই নয় গোটা বিশ্ব এখন মোদীর সফলতার চর্চায় ব্যস্ত বলে দাবি করেছেন বিজেপি সভাপতি। রাজনাথের প্রশংসার অন্য সমীকরণ টানতে শুরু করেছে রাজনৈতিক শিবির। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া কার্যত এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। মত রাজনীতির কারবারিদের।
দলীয় সমর্থকদের মোদীর সাফল্যকে কুর্নিশ জানানোর নির্দেশ এসেছে মুখিয়াজীর কাছ থেকে। সেইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে বিজিপির মুখ্যমন্ত্রীদের কাজেরও প্রশংসা করেছেন রাজনাথ সিং। এ দিন নিতিন গড়করির স্বচ্ছতার পক্ষেও সওয়াল কোষেছেন রাজনাথ। বিজিপির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বর্তমান সভাপতি।
রাজনাথ তাঁর দীর্ঘ বক্তব্যে একথাও জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দলের অনুকূলে রয়েছে। ২০১৪-র সাধারণ নির্বাচনে বিজেপির বাজিমাত করার বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত রাজনাথ। আজ সিংয়ের কথাতে বারবার এসেছে মোদী ক্যারিশ্মার প্রসঙ্গ। জাতীয় রাজনীতিতে মোদীকে নিয়ে বিজেপি শিবির যে কতটা উচ্ছ্বসিত তা ধরা পড়েছে রাজনাথের বক্তব্যে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে টেক্কা দিতে মোদীকে অবিলম্বে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা উচিত বলে মত বিজেপির একাংশের।
মাঠে-ময়দানে সফলতা তৈরি করেছেন মোদী। সে কারণেই গুজরাত মুখ্যমন্ত্রীর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে বলে মনে করছেন অরুণ জেটলি। রাজ্যসভার বিরোধী দলনেতা জেটলি বলেন, "ভারতীয় সংবাদমাধ্যম যখন তাঁকে তিরস্কার করেছে। তখন তাঁদের জবাব দিতে মানুষের জন্যই কাজ করে গিয়েছেন মোদী।"