গুজরাত দাঙ্গায় মোদীকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের বিশেষ তদন্তকারী দলের
গুজরাত দাঙ্গায় মোদীকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্টের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার গুজরাত হামলায় মোদীর বিরুদ্ধে জাকিয়া জফরির পিটিশন খারিজ করে দিয়ে মোদীকে ক্লিন চিট দিয়েছে শীর্ষ আদালতের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম।
গুজরাত দাঙ্গায় মোদীকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্টের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার গুজরাত হামলায় মোদীর বিরুদ্ধে জাকিয়া জফরির পিটিশন খারিজ করে দিয়ে মোদীকে ক্লিন চিট দিয়েছে শীর্ষ আদালতের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম।
২০০২ সালে গুজরাত দাঙ্গায় প্রাণ হারানো ৬৯ জনের মধ্যে ছিলেন জাকিয়ার স্বামী এহসান জাফরিও। ঘটনার সাক্ষী জাকিয়ার অভিযোগ ছিল পুলিস ও রাজনীতিকদের করা এহসানের ফোনকল অবজ্ঞা করা হয়েছে। ২০০৮ সালে সুপ্রিম কোর্ট মোদীর বিরুদ্ধে তদন্ত করার ভার দেয় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমকে। ২০১২ সালে বিশেষ তদন্তকারী দল মোদীকে ক্লিন চিট দিলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন জাকিয়া। বৃহস্পতিবার সেই আবদনের ভিত্তিতেই মোদীকে ক্লিনচিট দিয়েছে বিশেষ তদন্তকারী দল।