নতুন জমি বিল নিয়ে আরও তোপের মুখে মোদী সরকার

জমি-বিল নিয়ে সংসদে বিরোধীদের তোপের মুখে পড়ল মোদী সরকার।  নতুন জমি বিলে কেবল কর্পোরেটদের স্বার্থই দেখা হচ্ছে বলে লোকসভায় সরব হন বিরোধীরা। কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে বিল নিয়ে আপত্তি  জানায় শরিক দল অকালিও। চাপের মুখে নতুন বিলে গুরুত্বপূর্ণ সংশোধনী আনতেও রাজি হয়ে যায় সরকারপক্ষ।

Updated By: Mar 9, 2015, 10:00 PM IST
নতুন জমি বিল নিয়ে আরও তোপের মুখে মোদী সরকার

ওয়েব ডেস্ক: জমি-বিল নিয়ে সংসদে বিরোধীদের তোপের মুখে পড়ল মোদী সরকার।  নতুন জমি বিলে কেবল কর্পোরেটদের স্বার্থই দেখা হচ্ছে বলে লোকসভায় সরব হন বিরোধীরা। কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে বিল নিয়ে আপত্তি  জানায় শরিক দল অকালিও। চাপের মুখে নতুন বিলে গুরুত্বপূর্ণ সংশোধনী আনতেও রাজি হয়ে যায় সরকারপক্ষ।

মোদী সরকারের প্রস্তাবিত জমি অধিগ্রহণ বিল নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে এসেছে বিরোধী দলগুলি। সোমবার সেই বিল নিয়েই ঝড় ওঠে লোকসভায়। নতুন বিলের বিরোধিতায় সরব হয় কংগ্রেস।

সোমবারই ক্ষমতায় আসার পর ছিল প্রথম মমতা-মোদী বৈঠক। সেই একই দিনে লোকসভায় তৃণমূল কিন্তু বুঝিয়ে দেয় জমি বিল নিয়ে কেন্দ্রকে এতটুকুও জমি ছাড়তে নারাজ তাঁরা।

লোকসভায় জমি বিলের বিরোধিতায় শুরু থেকেই একজোট বিরোধীরা। কংগ্রেসের পাশাপাশি বিল নিয়ে ভোটাভুটির দাবি তোলে বামেরা। তবে শুধু বিরোধীরাই নয়, সরকারের অস্বস্তি বাড়িয়েছে বিল নিয়ে শরিক দল অকালির আপত্তি। এঅবস্থায় সংখ্যাধিক্যের জোরে লোকসভায় জমি বিল পাশ হলেও রাজ্যসভায় যে সরকারকে বেগ পেতে হবে তা পরিষ্কার।

Tags:
.