জন্মাষ্টমীতে স্কুল ছুটি, ভিডিও কনফারেন্সে শিক্ষক দিবসের ক্লাস নিলেন মোদী 'স্যার'
মানুষের জীবন গড়ে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Updated By: Sep 4, 2015, 09:50 PM IST
ওয়েব ডেস্ক: মানুষের জীবন গড়ে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লির মানেকশা অডিটোরিয়াম থেকে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সাধারণত শিক্ষক দিবসের দিনই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু, আগামিকাল শিক্ষক দিবসের পাশাপাশি, জন্মাষ্টমীর তিথিও পড়েছে। সেই উপলক্ষ্যে উত্তর ভারতের অনেক স্কুলেই কাল ছুটি থাকবে। তাই আজই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
অন্যদিকে, শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষকদের সম্মান করার উপদেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Tags: