বিজেপির কার্যকর্তা মহাকুম্ভে একই মঞ্চে আডবাণী, মোদী

একই মঞ্চে লালকৃষ্ণ আডবাণী ও নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদীর নাম ঘোষণার পর প্রথম একই মঞ্চে থাকছেন দুই নেতা। প্রথমে প্রধানমন্ত্রী পদপ্রাথী হিসাবে মোদীর নাম ঘোষণায় আপত্তি থাকলেও পরে বরফ গলে। প্রকাশ্যে মোদীর হয়ে প্রশংসা করতে দেখা গেছে আডবাণীকে।

Updated By: Sep 25, 2013, 05:05 PM IST

একই মঞ্চে লালকৃষ্ণ আডবাণী ও নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদীর নাম ঘোষণার পর প্রথম একই মঞ্চে থাকছেন দুই নেতা। প্রথমে প্রধানমন্ত্রী পদপ্রাথী হিসাবে মোদীর নাম ঘোষণায় আপত্তি থাকলেও পরে বরফ গলে। প্রকাশ্যে মোদীর হয়ে প্রশংসা করতে দেখা গেছে আডবাণীকে।
আজ থেকে ভোপালের জাম্বুরে ময়দানে শুরু হচ্ছে বিজেপির কার্যকর্তা মহাকুম্ভ। সভায় প্রায় আট লক্ষ মানুষের ভিড় হবে বলে মনে করছেন বিজেপি নেতারা। সাধারণ মানুষের জন্য কোনও প্রবেশ মূল্য না থাকলেও বিজেপি সদস্যদের জন্য পাঁচ টাকা ধার্য করা হয়েছে। মহাকুম্ভে হাজির রয়েছেন রাজনাথ সিং, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, সুষমা স্বরাজ সহ বিজেপির শীর্ষ নেতারা।

.