CAA সমর্থন করায় বিধায়ককে বরখাস্ত করলেন বিএসপি সুপ্রিমো
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। সিএএ এবং জাতীয় নাগরিকত্ব পঞ্জি (এনআরসি) বিরোধিতায় এক জোট হয় বিরোধীরা
নিজস্ব প্রতিবেদন: সিএএ বিরোধিতায় দল। সমর্থনে দলের বিধায়ক! এমন পরিস্থিতি হয়ে দাঁড়াল বহুজন সমাজবাদী পার্টির। বাধ্য হয়েই দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধায়ক রমাবাঈ পরিহারকে বরখাস্ত করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। সিএএ এবং জাতীয় নাগরিকত্ব পঞ্জি (এনআরসি) বিরোধিতায় এক জোট হয় বিরোধীরা। তৃণমূল, কংগ্রেস সঙ্গে কেন্দ্রকে নিশানা করে বিএসপিও। সংসদেও বিএসপি সাংসদরা সিএবির বিরোধিতা করেছে।
আরও পড়ুন- বিরোধীরা একজোট হচ্ছে, কাজের সময়ে তা দানা বাঁধবে তো!
মধ্য প্রদেশের পাথারিয়ার বিধায়ক রমাবাঈ পরিহারের বিরুদ্ধে এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। রবিবার, বিএসপির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সিএএ সমর্থন করে মন্তব্য করায় রমাবাঈকে বরখাস্ত করা হয়েছে। এমনকি দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁর অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।