বিজেপিতে যোগ দিলেন প্রবীণ সাংবাদিক এমজে আকবর

ভোটের মুখেই বড় চমক দিল নরেন্দ্র মোদীর দল। বিজেপিতে যোগ দিলেন বিশিষ্ট সাংবাদিক এমজে আকবর। দিল্লিতে বিজেপির সদর দফতরে শনিবার তাঁকে বরণ করে নিলেন দলীয় সভাপতি রাজনাথ সিং। এমজে আকবরকে প্রার্থীও করা হতে পারে। এমজে আকবরের পাশাপাশি, প্রাক্তন আমলা নন্দকিশোর সিংও বিজেপিতে যোগ দিতে পারেন। শুক্রবারই সংযুক্ত জনতা দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এনকে সিং।

Updated By: Mar 22, 2014, 01:47 PM IST

ভোটের মুখেই বড় চমক দিল নরেন্দ্র মোদীর দল। বিজেপিতে যোগ দিলেন বিশিষ্ট সাংবাদিক এমজে আকবর। দিল্লিতে বিজেপির সদর দফতরে শনিবার তাঁকে বরণ করে নিলেন দলীয় সভাপতি রাজনাথ সিং। এমজে আকবরকে প্রার্থীও করা হতে পারে। এমজে আকবরের পাশাপাশি, প্রাক্তন আমলা নন্দকিশোর সিংও বিজেপিতে যোগ দিতে পারেন। শুক্রবারই সংযুক্ত জনতা দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এনকে সিং।

দলীয় সূত্র তরফে জানা গিয়েছে, আকবরকে দলের মুখপাত্রের দায়িত্ব দিতে চাইছে নেতৃত্ব। এছাড়াও সাংগঠনিক কাজেও নিযুক্ত করার কথা ভাবছে দল। রাজনীতির সঙ্গে আকবরের ঘরোয়া যোগাযোগ দীর্ঘদিনের। রাজীব গান্ধীর সময় কংগ্রেসের টেলিভিশন প্যানেলিস্টদের মধ্যে চেনা মুখ ছিলেন আকবর।

সাংবাদিকতার জীবনে `ইন্ডিয়া টুডে` পত্রিকার দায়িত্ব সামলেছেন এম জে আকবর। জন্ম দিয়েছেন `সানডে গার্ডিয়ানে`র মতো সংবাদপত্রের। মুখ্য সম্ভাদকের ভূমিকা পালন করেছেন `দা এশিয়ান এজের`।

.