"একমাত্র গরুই ঠিকঠাক মত শ্বাসক্রিয়া চালাতে পারে", মন্ত্রী উবাচ
"গরুই একমাত্র প্রাণী, যে ঠিকঠাক মত শ্বাসক্রিয়া করতে পারে। ঠিকমতো অক্সিজেন গ্রহণ করতে ও ছাড়তে পারে। মানুষের তাই বোঝা উচিত গরুর বৈজ্ঞনিক গুরুত্ব।" মন্তব্য রাজস্থানের শিক্ষা ও পঞ্চায়েত মন্ত্রী বাসুদেব দেবনানির।
Updated By: Jan 17, 2017, 07:01 PM IST
ওয়েব ডেস্ক : "গরুই একমাত্র প্রাণী, যে ঠিকঠাক মত শ্বাসক্রিয়া করতে পারে। ঠিকমতো অক্সিজেন গ্রহণ করতে ও ছাড়তে পারে। মানুষের তাই বোঝা উচিত গরুর বৈজ্ঞনিক গুরুত্ব।" মন্তব্য রাজস্থানের শিক্ষা ও পঞ্চায়েত মন্ত্রী বাসুদেব দেবনানির।
মন্ত্রীর বক্তব্য, গরুই একমাত্র এধরনের বিরল ক্ষমতাসম্পন্ন প্রাণী। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হিঙ্গোনিয়া গৌশালায় এই 'চমকদার দাবি' করেন দেবনানি। এখানেই শেষ নয়। তাঁর আরও দাবি, "গরুর কাছে গেলে সেরে যেতে পারে সর্দি-কাশি। গোবরে আছে পর্যান্ত পরিমাণ ভিটামিন-B।"
আরও পড়ুন, খুঁজে পাওয়ার আগেই খোঁজা শেষ হল MH370-র
Tags: