মহারাষ্ট্রে বড় হচ্ছে আপ, আম আদমিদের সমর্থন মেধার

মহারাষ্ট্রে আপকে সমর্থন জানালেন অ্যাক্টিভিস্ট মেধা পাটেকর। সোমবার সাংবাদিকদের পাটেকর বলেন, "আম আদমি পার্টি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানোই আপ-এর লক্ষ। আমরাও আদর্শ ও লাভাসার মাধ্যমে সামাজিক দুর্নীতির বিরুদ্ধেই লড়াই চালাচ্ছি। আমি ওদের নথিপত্র পড়ে দেখেছি। ওদের ছোট থেকে বড় অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা এরপর আলোচনা চালাব। শুধু ওদের ইস্তেহারে নয়, ওদের কাজের ব্যাপারেও আমরা নিজেদের মতামত জানাব। দুর্নীতি বিরোধী আন্দোলন সত্যিই একটা পথ দেখিয়েছে।"

Updated By: Jan 13, 2014, 10:24 PM IST

মহারাষ্ট্রে আপকে সমর্থন জানালেন অ্যাক্টিভিস্ট মেধা পাটেকর। সোমবার সাংবাদিকদের পাটেকর বলেন, "আম আদমি পার্টি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানোই আপ-এর লক্ষ। আমরাও আদর্শ ও লাভাসার মাধ্যমে সামাজিক দুর্নীতির বিরুদ্ধেই লড়াই চালাচ্ছি। আমি ওদের নথিপত্র পড়ে দেখেছি। ওদের ছোট থেকে বড় অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা এরপর আলোচনা চালাব। শুধু ওদের ইস্তেহারে নয়, ওদের কাজের ব্যাপারেও আমরা নিজেদের মতামত জানাব। দুর্নীতি বিরোধী আন্দোলন সত্যিই একটা পথ দেখিয়েছে।"

আগামী ১৬ ও ১৭ জানুয়ারি আপ-এর সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ব্যক্ত করবেন বলে জানিয়েছেন মেধা। তিনি বলেন, "আমরা দলকে নিজেদের অ্যাজেন্ডার অংশ হিসেবে দেখি। স্বচ্ছতা ও আদর্শগত মিলের ওপর নির্ভর করেই সমর্থন জানিয়েছি আমরা।" পাটেকরকে স্বাগত জানিয়েছেন আপ নেতা মায়াঙ্ক গান্ধী। অপর নেত্রী অঞ্জলি দামানিয়া বলেন, "আমাদের জন্য খুব বড় দিন। বিপ্লব আরও বড় আকার ধারন করবে।"

.