Rainfall: মে মাসের বৃষ্টিপাতে ১২০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, জানাল IMD
মে মাসে সর্বকালীন সর্বনিম্ন তাপমাত্রাতেও রেকর্ড
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে মে মাসে গরমের দাপট অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেকটাই কম ছিল। মে মাসে এত বৃষ্টিপাত (Rainfall) সাম্প্রতিককালে দেখা যায়নি। আবহাওয়া দফতরের (Indian Meterological Department) মতে, ১২০ বছর পরে মে মাসে বৃষ্টিপাতে দ্বিতীয়বারের রেকর্ড হল। ১৯৯০ সালে মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। সে বছর শুধু মে মাসেই ১১০.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ১৯০১ সাল। কিন্তু দ্বিতীয়র শিরোপা ছিনিয়ে নিল ২০২১। IMD জানিয়েছে, এ বছর শুধু মে মাসেই ১০৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুন:ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০টি বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৫ ও সেনার ২ ইঞ্জিন
তবে শুধু বৃষ্টিপাতেই নয়, মে মাসে সর্বকালীন সর্বনিম্ন তাপমাত্রাতেও (Highest Low Temperature) রেকর্ড। ৩৪ ডিগ্রির বেশি তাপমাত্রাই উঠতে পারেনি এ বছর। মে মাসে আবহাওয়ার উপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে দেশের দুই প্রান্তে দুটি ঘূর্ণিঝড়। ১৭ই মে পশ্চিমে গুজরাট উপকূলে তৌকত (Tauktae) ঘূর্ণিঝড় ও ২৬ মে ওড়িশা-বাংলার উপকূলে ইয়াস (YAAS) ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা তেমনভাবে বাড়তে পারেনি। হাওয়া অফিস জানায়, তাপমাত্রা বৃদ্ধি না পাওয়ার আরও একটা কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব।
আরও পড়ুন: লকডাউনে দাড়ি না বাড়িয়ে, কর্মক্ষেত্র- হাসপাতাল বাড়ান, মোদীকে নাপিত-খরচ চাওয়ালার
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)