বিকল নর্দার্ন পাওয়ার গ্রিড, বিদ্যুত্‍ বিপর্যয় উত্তর ভারতে

নর্দার্ন পাওয়ার গ্রিড বিকল হয়ে যাওয়ায় উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুত্‍ বিভ্রাট দেখা দিয়েছে। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ রাজস্থান  সহ ৯টি রাজ্যে বিদ্যুত পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত। গতকাল রাত আড়াইটে নাগাদ আচমকাই এই পাওয়ার গ্রিডটি বিকল হয়ে যায়।

Updated By: Jul 30, 2012, 10:03 AM IST

নর্দার্ন পাওয়ার গ্রিড বিকল হয়ে যাওয়ায় উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুত্‍ বিভ্রাট দেখা দিয়েছে। পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ রাজস্থান  সহ ৯টি রাজ্যে বিদ্যুত পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত। গতকাল রাত আড়াইটে নাগাদ আচমকাই এই পাওয়ার গ্রিডটি বিকল হয়ে যায়।
নর্দার্ন গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে ইঞ্জিনিয়াররা ত্রুটি মেরামতের কাজ শুরু করেছেন। তাঁদের আশা, কিছুক্ষণের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে। যদিও হাসপাতাল বা পরিবহণে বিদ্যুত্‍ পরিষেবা অনেকটাই স্বাভাবিক করে আনা গেছে বলে প্রশাসনের দাবি। 
  
নর্দার্ন পাওয়ার গ্রিড বিদ্যুত বিভ্রাটের উত্তর ভারত জুড়ে বিপর্যস্ত  ট্রেন চলাচল। বিদ্যুত্‍ বিভ্রাটের জেরে গতকাল রাত থেকে ১০০-র`ও বেশি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। রেল মন্ত্রক সূত্রে খবর, বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ফলে দুর্ভোগের শিকার যাত্রীরা। তবে ডিজেল ইঞ্জিনের সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। বিদ্যুত্‍ বিপর্যয়ের কারণে সকাল ছ`টা থেকেই ছ`টি লাইনে বন্ধ রয়েছে দিল্লি মেট্রো রেলও। যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। আগাম খবর না থাকায় অনেকেই বিভিন্ন স্টেশনে গিয়ে, ফিরে যাচ্ছেন।

.