নভি মুম্বইয়ের ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ আগুন! মৃত ৪, আশঙ্কাজনক ৩
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ নভি মুম্বইয়ের উড়ান এলাকার ওই প্ল্যান্টে আগুন লাগে।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সাত সকালে নভি মুম্বইয়ের ওএনজিসি-র প্ল্যান্টে বিধ্বংসী আগুন! নভি মুম্বইয়ের উড়ান এলাকার এই প্ল্যান্টের আগুনে এখনও পর্যন্ত বেশ কয়েক জনের মৃত্যুর খবর মিলেছে। পর পর বিস্ফোরণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। পরিস্থিতি ভয়াবহতাকে নজরে রেখে সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি দল। পরিস্থিতি সামাল দিতে আগেই কাজ শুরু করেছিল ওএনজিসি-র অগ্নিনির্বাপক দল। জানা গিয়েছে, প্ল্যান্টের আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
A fire broke out in storm water drainage early morning 2day in Uran oil & gas processing plant.ONGC fire services & crisis managemnt team immediately pressed in2 action. Fire is being contained. No impact on Oil processing.Gas diverted to Hazira Plant. Situation is being assessed
— ONGC (@ONGC_) September 3, 2019
মুম্বইয়ের পুলিস কমিশনার সঞ্জয় কুমার জানান, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ নভি মুম্বইয়ের উড়ান এলাকার ওই প্ল্যান্টে আগুন লাগে। সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন ওএনজিসি-র কর্মী ও বাকি তিন জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর কর্মী। এই ঘটনায় অগ্নিদগ্ধ ৮ জনের মধ্য ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#UPDATE ONGC: Fire that broke out in storm water drainage in Uran Plant of Navi Mumbai today morning, has been successfully doused by fire-fighting team. #Maharashtra https://t.co/NwUhKVVB1r
— ANI (@ANI) September 3, 2019
আরও পড়ুন: দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! মৃত ২, ধ্বংসস্তুপের নিচে আটকে অনেকে
ওএনজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্ল্যান্টের গ্যাস ইতিমধ্যেই গুজরাটের হাজিরা প্লান্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।