যত খুশি তত টোকো! এ কেমন পরীক্ষা?

চুপচাপ, খুলে ছাপ! পড়াশোনা করে কী হবে, যখন সুযোগ থাকছে দেদার টোকাটুকির। এ যেন যত খুশি টোকাটুকির প্রতিযোগিতা! কম টুকলেই ফেল! পরীক্ষায় যত জন পরীক্ষার্থী রয়েছে তার তুলনায় বেঞ্চ খুবই কম। এক বেঞ্চে যেখানে ২ জন করে পরীক্ষার্থীর বসার কথা, সেই এক বেঞ্চে গাদাগাদি করে বসছেন ৫জন। এক জনের ওপর আরেকজন প্রায় গোটা শরীর নিয়ে উঠে যাচ্ছেন। পরীক্ষার প্রশ্ন পত্র আর উত্তর পত্র গা ঘেষাঘেষি করে রয়েছ। জায়গার অভাবে কেউ বসেছেন বারান্দায়, কেউ কেউ দলবদ্ধ হয়ে পরীক্ষা দিচ্ছেন মাঠে। ঝাড়খণ্ডের এই কলেজের পরীক্ষা দেওয়া দেখে চোখ কপালে উঠেছে কর্তৃপক্ষের। বিহার বোর্ডের শিক্ষার হাল যখন আতসকাঁচের তলায় আসে তখন বিহারের শিক্ষা ব্যবস্থার 'নগ্ন অবস্থা' সবাই দেখতে পায়। বিহার ঘটনার পর এবার ঝাড়খণ্ড। ধানবাদের ওই কলেজের পরীক্ষায় গণটোকাটুকি সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী রঘুবর দাস এই ঘটনার পর কড়া পদক্ষেপে গ্রহনের কথা জানিয়েছেন। 

Updated By: Jul 13, 2016, 04:26 PM IST
 যত খুশি তত টোকো! এ কেমন পরীক্ষা?

ওয়েব ডেস্ক: চুপচাপ, খুলে ছাপ! পড়াশোনা করে কী হবে, যখন সুযোগ থাকছে দেদার টোকাটুকির। এ যেন যত খুশি টোকাটুকির প্রতিযোগিতা! কম টুকলেই ফেল! পরীক্ষায় যত জন পরীক্ষার্থী রয়েছে তার তুলনায় বেঞ্চ খুবই কম। এক বেঞ্চে যেখানে ২ জন করে পরীক্ষার্থীর বসার কথা, সেই এক বেঞ্চে গাদাগাদি করে বসছেন ৫জন। এক জনের ওপর আরেকজন প্রায় গোটা শরীর নিয়ে উঠে যাচ্ছেন। পরীক্ষার প্রশ্ন পত্র আর উত্তর পত্র গা ঘেষাঘেষি করে রয়েছ। জায়গার অভাবে কেউ বসেছেন বারান্দায়, কেউ কেউ দলবদ্ধ হয়ে পরীক্ষা দিচ্ছেন মাঠে। ঝাড়খণ্ডের এই কলেজের পরীক্ষা দেওয়া দেখে চোখ কপালে উঠেছে কর্তৃপক্ষের। বিহার বোর্ডের শিক্ষার হাল যখন আতসকাঁচের তলায় আসে তখন বিহারের শিক্ষা ব্যবস্থার 'নগ্ন অবস্থা' সবাই দেখতে পায়। বিহার ঘটনার পর এবার ঝাড়খণ্ড। ধানবাদের ওই কলেজের পরীক্ষায় গণটোকাটুকি সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী রঘুবর দাস এই ঘটনার পর কড়া পদক্ষেপে গ্রহনের কথা জানিয়েছেন। 

.