মনকামনা পূরণ হওয়ায় শিবলিঙ্গের সামনে জিভ কেটে দিলেন মহিলা
ছত্তিসগড়ের কোরবা জেলার বাসিন্দা ওই মহিলার অবস্থা আপাতত স্থিতিশীল।
Updated By: Feb 14, 2018, 11:21 PM IST
নিজস্ব প্রতিবেদন: নিজের জিভ কেটে শিবকে 'অর্পণ' করলেন এক বিবাহিত মহিলা। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের কোরবা জেলায়। সীমা বাই গোন্ড নামে ২৮ বছরের ওই মহিলা হাসপাতালে ভর্তি।
পুলিস জানিয়েছে, কোরবা জেলার নুনেরা গ্রামে শিবমন্দিরে শিবলিঙ্গের সামনে ছুরি দিয়ে নিজের জিভ কেটে দেন ফিরতু রাম গোন্ডের স্ত্রী সীমা বাই গোন্দ। রক্তাক্ত অবস্থায় তত্ক্ষণাত্ তাঁকে হাসপাতালে নিয়ে যাওযা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন- রাষ্ট্রপতিকে স্বেচ্ছামৃত্যুর আবেদন রূপান্তরকামী তরুণীর
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মনোকামনা পূরণ হওয়ায় নিজের জিভ 'বলিদান' করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিস। প্রতিবেশী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস।