Maoist Leader Killed: মাথার দাম ছিল ৫ লাখ, বস্তারে গুলির লড়াইয়ে নিহত মাওবাদী নেতা

শুক্রবার মাত্র কিছুক্ষণের লড়াইয়ে মৃত্যু হয় ওই মাও নেতার

Updated By: Jul 1, 2022, 07:10 PM IST
Maoist Leader Killed: মাথার দাম ছিল ৫ লাখ, বস্তারে গুলির লড়াইয়ে নিহত মাওবাদী নেতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছত্তীসগঢ়ে পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদী নেতা কমলেশের। ওয়ান্ডেড এই নেতার মাথার দাম ধার্য করা হয়েছিল ৫ লাখ টাকা।

শুক্রবার মাত্র কিছুক্ষণের লড়াইয়ে মৃত্যু হয় ওই মাও নেতার। পুলিস সূত্রে জানা গিয়েছে দরবা ডিভিশনে মালাঙ্গে এরিয়া কমিটির সদস্য ছিলেন কমলেশ।

বস্তার ডিভিশনের আইজি পি সুন্দররাজ এনিয়ে সংবাদমাধ্যমে বলেন, শুক্রবার সকাল দশটা নাগাদ মাওবাদীদের সঙ্গে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের গুলির লড়াই হয়। সেই লড়াইয়ে নিহত হন কমলেশ। ওই গুলির লড়াইয়ের পর ঘটনাস্থল থেকে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাকেই কমলেশ বলে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দান্তেওয়াড়ায় পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ডেঙ্গা দেবা ওরফে মাহাঙ্গু দেবা নামে এক মাও নেতার। 

আরও পড়ুন- জাতীয় সড়কের কাছে উটের দেহ! শোরগোল বর্ধমানে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.