মনুষী ছিল্লরের সাফল্যের কারণ মোদীর বেটি বাঁচাও প্রকল্প!

ব্যর্থতার দায় নিতে রাজি নয় কেউই, তবে সাফল্যের স্বীকৃতি পেতে সবাই আগ্রহী। হরিয়ানার মেয়ে মনুষী ছিল্লর মিস ওয়ার্ল্ডের হওয়ার পর কৃতিত্ব নিতে মাঠে নেমে পড়েছে বিজেপি। আর সেই কৃতিত্ব কার্যত নরেন্দ্র মোদীকেই দিয়ে দিলেন সে রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী কবিতা জৈন। তাঁর টুইট,''মনুষী ছিল্লরকে শুভেচ্ছা জানাচ্ছি। ওঁর সাফল্যে স্পষ্ট হল, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সঠিক দিশায় এগোচ্ছে। এই জয়ের ফলে রাজ্যের মেয়েদের সম্মান আরও বাড়াবে।'' 

Updated By: Nov 19, 2017, 12:05 PM IST
মনুষী ছিল্লরের সাফল্যের কারণ মোদীর বেটি বাঁচাও প্রকল্প!

নিজস্ব প্রতিবেদন: ব্যর্থতার দায় নিতে রাজি নয় কেউই, তবে সাফল্যের স্বীকৃতি পেতে সবাই আগ্রহী। হরিয়ানার মেয়ে মনুষী ছিল্লর মিস ওয়ার্ল্ডের হওয়ার পর কৃতিত্ব নিতে মাঠে নেমে পড়েছে বিজেপি। আর সেই কৃতিত্ব কার্যত নরেন্দ্র মোদীকেই দিয়ে দিলেন সে রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী কবিতা জৈন। তাঁর টুইট,''মনুষী ছিল্লরকে শুভেচ্ছা জানাচ্ছি। ওঁর সাফল্যে স্পষ্ট হল, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সঠিক দিশায় এগোচ্ছে। এই জয়ের ফলে রাজ্যের মেয়েদের সম্মান আরও বাড়াবে।'' 

২০১৪ সালে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। ২০১৫ সালের ২২ জানুয়ারি বেটি বাঁচাও, বেটি প়ড়াও প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। ২১ বছরের মনুষী ছিল্লরের সাফল্যের নেপথ্যে ২ বছর ১১ মাসের প্রকল্পের কী ভূমিকা, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। নিন্দুকরা বলছেন, যাবতীয় কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দেওয়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিজেপি নেতানেত্রীরা- তা সে বিদেশি সংস্থার রেটিং হোক বা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের নিম্নগামী দর। সেই পথেই হাঁটলেন এবার হরিয়ানার নারী ও শিশুকল্যাণমন্ত্রী। 

আরও পড়ুন- ব্যক্তিত্ব ও সারল্যের মিশেলে 'স্বপ্নসুন্দরী' মনুষী

মনুষীকে শুভেচ্ছা জানিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বার্তা,''প্রিয়াঙ্কা চোপড়ার জয়ের ১৬ বছর পর মিস ওয়ার্ল্ড হয়েছেন ছিল্লর। দেশ ও রাজ্যকে গর্বিত করেছেন তিনি।'' রাজ্যের অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমূন্য টুইট করেন, ''হরিয়ানার মেয়েরা সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। ছিল্লরের সাফল্যে অনুপ্রাণিত হবে কোটি কোটি মেয়ে।''   

মিস ইন্ডিয়া হওয়ার পর ছিল্লরকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন খট্টর। তখন ছিল্লর জানিয়েছিলেন, হরিয়ানার জন্য কাজ করতে তিনি মুখিয়ে আছেন। 
    

.