উন্নয়ন ইস্যুতে ফের মোদীকে বিঁধল কংগ্রেস
উন্নয়ন ইস্যুতে ফের নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিল কংগ্রেস। গত ১১ বছরে মাথা পিছু আয়, মানবসম্পদ উন্নয়ন সূচক, জাতীয় গড় উৎপাদন সবকিছুতেই পিছিয়ে পড়েছে গুজরাত। সোমবার এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীশ তিওয়ারি। একইসঙ্গে তাঁর অভিযোগ, গরীব মানুষদের নয় পুঁজিপতিদের সেবা করতেই ব্যস্ত নরেন্দ্র মোদী সরকার।
উন্নয়ন ইস্যুতে ফের নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিল কংগ্রেস। গত ১১ বছরে মাথা পিছু আয়, মানবসম্পদ উন্নয়ন সূচক, জাতীয় গড় উৎপাদন সবকিছুতেই পিছিয়ে পড়েছে গুজরাত। সোমবার এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীশ তিওয়ারি। একইসঙ্গে তাঁর অভিযোগ, গরীব মানুষদের নয় পুঁজিপতিদের সেবা করতেই ব্যস্ত নরেন্দ্র মোদী সরকার।
এদিকে রবিবার গুজরাতের ভানসাদায় উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর। তাঁর মতে দুর্নীতিতে জেরবার কংগ্রেসের উচিত আগে `নিজের ঘর সামলানো`। এই পরিস্থিতিতে আজ গুজরাতে পাটান, সিধপুর ও খেদা জেলায় তিনটি জনসভা রয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর। মোদী সরকারের বিরুদ্ধে এই সভাগুলিতে ফের তোপ দাগবেন কংগ্রেস সভানেত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।