মণিপুর হামলা: মূল চক্রীকে গ্রেফতার করল এনআইএ

চলতি মাসের ৪ তারিখ মণিপুরে সেনা কনভয়ের উপর হামলার মূল চক্রী ন্যাশনল সোশ্যালিস্ট কাউন্সিল অফ ন্যাগাল্যান্ড-খাপলংয়ের কমান্ডরকে গ্রেফতার করল এনআইএ।

Updated By: Jun 30, 2015, 09:02 AM IST
মণিপুর হামলা: মূল চক্রীকে গ্রেফতার করল এনআইএ

ব্যুরো: চলতি মাসের ৪ তারিখ মণিপুরে সেনা কনভয়ের উপর হামলার মূল চক্রী ন্যাশনল সোশ্যালিস্ট কাউন্সিল অফ ন্যাগাল্যান্ড-খাপলংয়ের কমান্ডরকে গ্রেফতার করল এনআইএ।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এনএসসিএন(কে)-এর আঞ্চলিক কমান্ডার খুমলো আবি অনলকে চান্দেল জেলা থেকে গ্রেফতার করেছে এনআইএ। এই চান্দেল সেনা কনভয়ের উপর হামলা চালিয়ে ছিল জঙ্গিরা।

রকেট প্রপেলার গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সেনা কনভয়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে ছিল জঙ্গিরা। সাম্প্রতিক অতীতের ভয়াবহতম এই হামলায় প্রাণ হারান অন্তত১৮ জন সেনা জওয়ান।

গত ৪জুন সকাল সাড়ে আটটা নাগাদ মতুল থেকে ইম্ফল যাচ্ছিল ৬ ডোগরা কনভয়। এই সময়ই তাদের উপর জঙ্গিরা হামলা করে। কনভয়ের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।

অপ্রত্যাশিত জঙ্গি হামলার পরে সেনারাও জঙ্গিদের গুলিতেই জবাব দেন। কিন্তু ততক্ষণে জঙ্গি হামলায় ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

 

 

 

.