কলেজ চত্বরে জঙ্গল সাফ করছিলেন শ্রমিক; পেছন থেকে পেঁচিয়ে ধরল বিশাল অজগর, দেখুন
সাপের কবল থেকে ছাড়িয়ে ভুবাচন্দ্রনকে হাসপাতালে ভর্তি করা হয়
নিজস্ব প্রতিবেদন: একমনে জঙ্গল সাফ করছিলেন কেরলের এক শ্রমিক। পেছন থেকে চুপিসাড়ে এসে তাঁকে পেঁচিয়ে ধরল বিশাল অজগর। অন্যান্য শ্রমিকদের চেষ্টায় কোনওক্রমে প্রাণে বাঁচলেন ওই শ্রমিক। ভিডিয়োটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
তিরুবনন্তপুরমের নেয়ারে কেরল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট চত্বরে বেড়ে ওঠা ঝোপঝাড় সাফ করছিলেন ভুবাচন্দ্রন নামে এক শ্রমিক। সেই সময় পেছন থেকে এসে তাঁকে পেঁচিয়ে ধরে ১০ ফুট লম্বা এক অজগর। ভুবাচন্দ্রনের চিত্কারে দৌড়ে আসেন আসপাশের অন্যান্য শ্রমিকরা।
#WATCH Kerala: A man was rescued from a python by locals after the snake constricted itself around his neck in Thiruvananthapuram, today. The snake was later handed over to forest officials and released in the forest. pic.twitter.com/uqWm4B6VOT
— ANI (@ANI) October 16, 2019
আরও পড়ুন-মৌসুমি বায়ু বিদায় নিলেও আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
শক্তিশালী ওই অজগরটি ততক্ষণে ভুবাচন্দ্রনের গলা পেঁচিয়ে ধরেছে। তখন তার সঙ্গে লড়াই শুরু করেন তিন শ্রমিক। বেশ কিছুক্ষণের চেষ্টায় অজগরের হাত থেকে রক্ষা পান ভুবাচন্দ্রন। সাপের হাত থেকে ছাড়িয়ে ভুবাচন্দ্রনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।