রামলীলায় ফ্লপ শো-এর পরেও আন্নার গরহাজিরা নিয়ে ফেসবুকে নীরব মমতা, একলা চল নীতি নিয়ে ফের আক্রমণের নিশানা কংগ্রেস-বিজেপি

রামলীলায় আন্নার গরহাজিরা নিয়ে কার্যত নীরবই থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীরবতা বজায় থাকল ফেসবুকেও। বুধবার রাজধানীতে সভা করার পরও অভ্যাসমতো ফেসবুকে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেখানে তৃণমূল নেত্রীর মন্তব্যে আন্না হাজারের কোনও উল্লেখ নেই।

Updated By: Mar 13, 2014, 10:04 AM IST

রামলীলায় আন্নার গরহাজিরা নিয়ে কার্যত নীরবই থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীরবতা বজায় থাকল ফেসবুকেও। বুধবার রাজধানীতে সভা করার পরও অভ্যাসমতো ফেসবুকে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেখানে তৃণমূল নেত্রীর মন্তব্যে আন্না হাজারের কোনও উল্লেখ নেই।

দেশের রাজনীতি বদলের লক্ষ্যে তৃণমূল একলা লড়াই করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। তবে ছোট দল হিসেবে তাঁরা নিজেদের সীমাবদ্ধতা জানেন বলেও মন্তব্য করেন তিনি। ফেসবুকে নাম না করে আক্রমণ করেন কংগ্রেস ও বিজেপিকে। প্রধান দুটি রাজনৈতিক দল কয়েকটি গোষ্ঠীকে নিয়ে দেশজুড়ে সিন্ডিকেট চালাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।

.