সরবজিত প্রসঙ্গে আশ্বাস মালিকের

সরবজিতের মুক্তি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যায়বিচার পাওয়া যাবে বলে সরবজিতের পরিবারের সদস্যদের আশ্বাস দিলেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক। শুক্রবার রাতে দিল্লির একটি হোটেলে রেহমান মালিকের সঙ্গে দেখা করেন পাক জেলে বন্দি সরবজিত সিংয়ের পরিবারের সদস্যরা।

Updated By: Dec 15, 2012, 09:52 AM IST

সরবজিতের মুক্তি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যায়বিচার পাওয়া যাবে বলে সরবজিতের পরিবারের সদস্যদের আশ্বাস দিলেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক। শুক্রবার রাতে দিল্লির একটি হোটেলে রেহমান মালিকের সঙ্গে দেখা করেন পাক জেলে বন্দি সরবজিত সিংয়ের পরিবারের সদস্যরা।
রেহমান মালিক সরবজিতের গোটা পরিবারকেই পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেদেশে যাওয়ার ভিসা পেতেও অসুবিধা হবে না বলে আশ্বাস দেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী। একইসঙ্গে তাঁর আশ্বাস, পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করিয়ে দেবেন জেলবন্দি সরবজিতের সঙ্গে। রেহমান মালিকের সঙ্গে কথা বলে এবং তাঁর আশ্বাস পেয়ে খুশি সরবজিতের পরিবার।

.