সীমান্তে ব্যাপক গুলির লড়াই, নিহত ২ নাগরিক, আহত ৪
ফের একবার শান্তি চুক্তি ভঙ্গ করে সীমান্ত অশান্ত করল পাকিস্তান সেনা। গত রাত থেকেই আন্তর্জাতিক সীমান্তে ২২টি বিএসএফ পোস্ট লক্ষ্য করে লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তান। গুলিতে ২ জন ভারতীয় নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৪ জন।
জম্মু: ফের একবার শান্তি চুক্তি ভঙ্গ করে সীমান্ত অশান্ত করল পাকিস্তান সেনা। গত রাত থেকেই আন্তর্জাতিক সীমান্তে ২২টি বিএসএফ পোস্ট লক্ষ্য করে লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তান। গুলিতে ২ জন ভারতীয় নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৪ জন।
সাম্প্রতিক কালের মধ্যে এরকম টানা গুলির লড়াই সীমান্তে আর হয়নি। গুলিতে আহত হয়েছেন ১ জওয়ানও।
শুধু সীমান্ত রক্ষা বাহিনীর পোস্টগুলিই নয়, গ্রাম গুলিতেও ভারি হামলা চালাচ্ছে পাক সেনা। দীর্ঘ লক্ষ্যভেদকারী মোরটার সেল ছুঁড়ছে পাকিস্তান। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এখনও গুলির লড়াই চলছে। মেশিল গান দিয়েও আক্রমণ হচ্ছে।
সাধারণ নাগরিক যাঁরা হতাহত হয়েছেন, তাঁরা একই পরিবারের বলে জানা গিয়েছে।