Mahashivratri: মর্মান্তিক! মহাশিবরাত্রিতে বিখ্যাত 'বাবাধাম'-এ দুর্ঘটনার কবলে ভক্তরা

 ভিড় নিয়ন্ত্রণ করতে মন্দির কর্তৃপক্ষকে ভক্তদের উপর লাঠিচার্জ করতেও দেখা যায়।

Updated By: Mar 1, 2022, 07:17 PM IST
Mahashivratri: মর্মান্তিক! মহাশিবরাত্রিতে বিখ্যাত 'বাবাধাম'-এ দুর্ঘটনার কবলে ভক্তরা

নিজস্ব প্রতিবেদন : মহাশিবরাত্রির (Mahashivratri) দিন ঝাড়খণ্ডের দেওঘরের (Deoghar) বিখ্যাত 'বাবাধাম মন্দিরে' (Babadham Temple) ঘটে গেল দুর্ঘটনা। ভিড়ের চোটে পদপৃষ্ট (Stampede) হয়ে গেলেন ভক্তরা (Devotee)। দুর্ঘটনার জেরে জখম হয়েছেন অসংখ্য ভক্ত। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মহাশিবরাত্রি (Mahashivratri) উপলক্ষে এদিন সকাল থেকেই দেওঘরের (Deoghar) বিখ্যাত 'বাবাধাম মন্দিরে' (Babadham Temple) ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। প্রায় শতাধিক ভক্তের সমাগম হয়। ভিড়ের চোটে হুড়োহুড়ি পড়ে যায়। এমনকি, ভিড় নিয়ন্ত্রণ করতে মন্দির কর্তৃপক্ষকে ভক্তদের উপর লাঠিচার্জ করতেও দেখা যায়। পিঠের উপর লাঠির ঘা পড়তেই ভক্তদের (Devotee) মধ্যে হুড়োহুড়ি আরও চতুর্গুণ বেড়ে যায়। যারফলে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। 

সেইসময়ই ঘটে যায় দুর্ঘটনাটি। হুড়োহুড়ির চোটে পদপৃষ্ট (Stampede) হয়ে জখম হন বহু ভক্ত। তবে স্থানীয় প্রশাসন তত্পরতার সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করে। দক্ষ হাতে ঘটনার মোকাবিলা করে। ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। নইলে আরও বড় কোনও বিপদ ঘটে যেত! এই ঘটনার পরই মন্দির চত্বরে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন, Maha Shivratri: জানেন, শিব সব চেয়ে খুশি হন কোন বিশেষ স্তোত্রে?

Maha Shivratri: কোন মন্ত্রে করবেন শিবপূজা? জেনে নিন শিবপূজার বিধি

Maha Shivratri: সারা রাত ঘন অরণ্যে কাটিয়ে বাড়ি ফিরে কী দেখলেন ব্যাধ?

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.