মুখ পোড়াল মহরাষ্ট্র কংগ্রেসের মুখপত্র
মুখ পোড়াল মুখপত্র। মহরাষ্ট্র কংগ্রেস মুখপত্র কংগ্রেস দর্শনে প্রকাশিত একাধিক প্রবন্ধে প্রবল অস্বস্তিতে ফেলেছে দশ জনপথকে। একটি প্রবন্ধে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর তীব্র সমালোচনা করা হয়েছে। লেখা হয়েছে সোনিয়ার বাবা ইতালির ফ্যাসিস্ত দলের সদস্য ছিলেন। আরেকটি প্রবন্ধে প্রশ্ন তোলা হয়েছে, কংগ্রেসের সদস্যপদ নেওয়ার মাত্র বাষট্টি দিনের মাথায় কী করে সোনিয়া কংগ্রেস সভানেত্রী হলেন? পার পাননি কংগ্রেসের সবচেয়ে বড় আইকন জওহরলাল নেহরুও। বলা হয়েছে কাশ্মীর প্রশ্নে যদি সর্দার বল্লভ ভাই প্যালেটের পরামর্শ নিতেন নেহরু তাহলে আজকের দিন দেখতে হত না। চিন, তিব্বত ও নেপাল নিয়ে নেহরুর নীতিরও সমালোচনা করা হয়েছে ওই মুখপত্রে। মুখপত্রের দায়িত্বে মহারাষ্ট্রের দাপুটে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। এই ভুলের দায়স্বীকার করেছেন তিনি। অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ওয়েব ডেস্ক: মুখ পোড়াল মুখপত্র। মহরাষ্ট্র কংগ্রেস মুখপত্র কংগ্রেস দর্শনে প্রকাশিত একাধিক প্রবন্ধে প্রবল অস্বস্তিতে ফেলেছে দশ জনপথকে। একটি প্রবন্ধে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর তীব্র সমালোচনা করা হয়েছে। লেখা হয়েছে সোনিয়ার বাবা ইতালির ফ্যাসিস্ত দলের সদস্য ছিলেন। আরেকটি প্রবন্ধে প্রশ্ন তোলা হয়েছে, কংগ্রেসের সদস্যপদ নেওয়ার মাত্র বাষট্টি দিনের মাথায় কী করে সোনিয়া কংগ্রেস সভানেত্রী হলেন? পার পাননি কংগ্রেসের সবচেয়ে বড় আইকন জওহরলাল নেহরুও। বলা হয়েছে কাশ্মীর প্রশ্নে যদি সর্দার বল্লভ ভাই প্যালেটের পরামর্শ নিতেন নেহরু তাহলে আজকের দিন দেখতে হত না। চিন, তিব্বত ও নেপাল নিয়ে নেহরুর নীতিরও সমালোচনা করা হয়েছে ওই মুখপত্রে। মুখপত্রের দায়িত্বে মহারাষ্ট্রের দাপুটে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। এই ভুলের দায়স্বীকার করেছেন তিনি। অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।