শিশুরা ওয়েটলিফটার নয়, হোম ওয়ার্কে নিষেধাজ্ঞা জারি করে বলল হাইকোর্ট

কোনও স্কুলেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের গণিত ও ভাষা ছাড়া অন্য কোনও বিষয় পড়তে বাধ্য করা যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যোগ হবে শুধুমাত্র পরিবেশ বিজ্ঞান। 

Updated By: May 30, 2018, 11:48 AM IST
শিশুরা ওয়েটলিফটার নয়, হোম ওয়ার্কে নিষেধাজ্ঞা জারি করে বলল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: প্রথম ও দ্বিতীয় শ্রেণির  পড়ুয়াদের বাড়ির কাজ (হোমওয়ার্ক) দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল মাদ্রাজ হাইকোর্ট। মঙ্গলবার এক নির্দেশে বিচারপতি কিরুবাকরণ জানিয়েছেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমস্ত স্কুলকে এনসিইআরটি-র নির্দেশ মেনে চলতে হবে। স্কুলের সরকারি অনুমোদন না থাকলেও মিলবে না কোনও ছাড়। 

দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিচারপতি নির্দেশে জানিয়েছেন, কোনও স্কুলেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের গণিত ও ভাষা ছাড়া অন্য কোনও বিষয় পড়তে বাধ্য করা যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যোগ হবে শুধুমাত্র পরিবেশ বিজ্ঞান। 

'ঘুঁটে উত্সব'-এ স্থান পেল বাংলার নিজস্ব লোকশিল্প

এছাড়া রাজ্য সরকারগুলিকে স্কুলের পঠনপাঠনের মান সম্পর্কে প্রকৃত তথ্য সংগ্রহের জন্য ফ্লাইং স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন, 'শিশুরা ভারোত্তলক (ওয়েটলিফটার) নয়। স্কুলের ব্যাগও বস্তা নয়।' 

.