সোমবার ভোপালে কমলনাথের শপথ, ফোন করে আমন্ত্রণ জানালেন মায়াবতী ও অখিলেশকে

দু'দিনের দড়িটানাটানির পর বৃহস্পতিবার গভীর রাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কমলনাথের নাম ঘোষণা করে কংগ্রেস হাইকম্যান্ড। 

Updated By: Dec 14, 2018, 01:15 PM IST
সোমবার ভোপালে কমলনাথের শপথ, ফোন করে আমন্ত্রণ জানালেন মায়াবতী ও অখিলেশকে

নিজস্ব প্রতিবেদন: দু'দিনের দড়িটানাটানির পর বৃহস্পতিবার গভীর রাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কমলনাথের নাম ঘোষণা করে কংগ্রেস হাইকম্যান্ড। 

রাফাল চুক্তিতে পক্ষপাতিত্ব হয়নি, মোদী সরকারকে স্বস্তি দিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার নির্বাচিত কংগ্রেস প্রার্থীদের বৈঠকে কমলনাথকে দলনেতা নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে। এর পরই তাঁর মুখ্যমন্ত্রীর আসনে বসার রাস্তা পরিষ্কার হয়ে যায়। কমলনাথকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ পাঠান রাজ্যপাল। শুক্রবার রাজ্যপাল আনন্দিবেন পটেলের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেন কমলনাথ। 

সংবাদসংস্থা ANI সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর বেলা ১.৩০ মিনিটে ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন কমলনাথ। অনুষ্ঠানে হাজির থাকবেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী ও সপা নেতা অখিলেশ যাদব। কমলনাথ নিজে ফোন করে মায়াবতী ও অখিলেশকে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। 

.