আরও একবার অ্যাসিড হানার শিকার, লখনউয়ের গণধর্ষিতা মহিলা

দাবিই সার। যোগীর রাজ্যে ফের নৈরাজ্য। আরও একবার অ্যাসিড হানার শিকার হলেন লখনউয়ের গণধর্ষিতা মহিলা। এই নিয়ে চারবার। গতরাতে আলিগঞ্জে বাড়ির কাছেই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। মারাত্মকভাবে পুড়ে যায় মহিলার মুখ ও ঘাড়।

Updated By: Jul 2, 2017, 12:29 PM IST
আরও একবার অ্যাসিড হানার শিকার, লখনউয়ের গণধর্ষিতা মহিলা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : দাবিই সার। যোগীর রাজ্যে ফের নৈরাজ্য। আরও একবার অ্যাসিড হানার শিকার হলেন লখনউয়ের গণধর্ষিতা মহিলা। এই নিয়ে চারবার। গতরাতে আলিগঞ্জে বাড়ির কাছেই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। মারাত্মকভাবে পুড়ে যায় মহিলার মুখ ও ঘাড়।

আরও পড়ুন- কাশ্মীরে জঙ্গিদমনে সাফল্য পেল সেনাবাহিনী

এবছরেরই ২৩ মার্চ চলন্ত ট্রেনে জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছিল ওই মহিলাকে। সেসময় তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি। এর আগেও দুবার অ্যাসিড হামলার শিকার হয়েছেন মহিলা। একবার ছুরির কোপও মারা হয় তাঁকে।  ২০০৯-এ আক্রান্ত মহিলা গণধর্ষণের শিকার হন বলেও অভিযোগ।

.