স্ক্যানারে ৩ লাখ কোম্পানি, কালো টাকা নিয়ে তথ্য দেবে সুইস ব্যাঙ্ক : PM মোদী

GST-র পর এবার কালো টাকা। দিল্লিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্মেলনে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ২ বছর পর থেকেই তথ্য দেবে সুইস ব্যাঙ্ক। তখন মুশকিলে পড়বে কালোর কারবারিরা। রাজনৈতিক ঝুঁকি নিয়েও চলবে অভিযান। হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।

Updated By: Jul 2, 2017, 08:54 AM IST
স্ক্যানারে ৩ লাখ কোম্পানি, কালো টাকা নিয়ে তথ্য দেবে সুইস ব্যাঙ্ক : PM মোদী

ওয়েব ডেস্ক : GST-র পর এবার কালো টাকা। দিল্লিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্মেলনে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ২ বছর পর থেকেই তথ্য দেবে সুইস ব্যাঙ্ক। তখন মুশকিলে পড়বে কালোর কারবারিরা। রাজনৈতিক ঝুঁকি নিয়েও চলবে অভিযান। হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টডের সংগঠনের প্রতিষ্ঠা দিবস। GST চালুর দিনেই সমাপতন। সুযোগটা হাতছাড়া করলেন না প্রধানমন্ত্রী। জানিয়ে দিলেন, কর ফাঁকি দিয়ে স্ক্যানারে ৩ লক্ষ কোম্পানি। মোদী বলেন,  আইন থাকলে আইনের ফাঁকও থাকে। সেই ফাঁক গলে যাতে কেউ পিছলে না যায়, তার দায়িত্ব নিতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদেরই। কড়া বার্তা দেন কালো টাকার কারবারিদের।

বিদেশে গচ্ছিত কালো টাকার কী হল? বারবার প্রশ্ন তোলেন বিরোধীরা। রিপোর্ট কার্ডের মতোই পরিসংখ্যান প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হুঁশিয়ারি দেন, ২ বছর সুইস ব্যাঙ্ক তথ্য দিতে শুরু করলে মুশকিলে পড়বেন অনেকেই। প্রসঙ্গত, ২ বছর পরেই লোকসভা নির্বাচন। দ্বিতীয়বার জিতে আসতে কি কালো টাকাকেই প্রচারের হাতিয়ার করবেন নরেন্দ্র মোদী? প্রশ্নটা জোরালো হতে শুরু করল।

আরও পড়ুন, "১৫ মাস আগেই সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করি..."

.