LPG Price: বাজেট পেশের সকালেই কমল LPG-র দাম

কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৯ টাকা কমে ১৯৮৭ টাকা হল।

Updated By: Feb 1, 2022, 11:07 AM IST
LPG Price: বাজেট পেশের সকালেই কমল LPG-র দাম

নিজস্ব প্রতিবেদন : ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তবে এরই মধ্যে একটি স্বস্তির খবর। ফেব্রুয়ারির প্রথম দিনেই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমল। দিল্লিতে ৯১.৫ টাকা কমেছে বাণিজ্যিক LPG-র দাম। তবে সাধারণ ঘর-গেরস্থালির গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। প্রসঙ্গত, আজই ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ। 

ইন্ডিয়ান অয়েল মার্কেটিং কোম্পানি (OMCs) ফেব্রুয়ারি মাসের জন্য ঘরোয়া LPG গ্যাস সিলিন্ডারের দাম আজ প্রকাশ করেছে। সেই অনুসারে, ভর্তুকিহীন ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ, দিল্লিতে ঘরোয়া গ্যাসের দাম কোনও পরিবর্তন ছাড়াই রয়েছে ৮৯৯.৫ টাকা। তবে তেল কোম্পানিগুলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। ইন্ডিয়ান অয়েল (IOC) ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমিয়েছে। ফলে নয়াদিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১৯০৭ টাকা।

প্রসঙ্গত, গত মাসে অর্থাৎ ২০২২-এর জানুয়ারিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০২.৫০ টাকা কমানো হয়েছিল। এরই ধারাবাহিকভাবে ফেব্রুয়ারির প্রথম দিনে বাজেট পেশের আগেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। কিন্তু ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। 

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম
এখন দেখা যাক কোন শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত হল? দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ৯১.৫ টাকা কমে ১৯০৭ টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৯ টাকা কমে ১৯৮৭ টাকা হল। মুম্বইতে বাণিজ্যিক গ্যাস ১৮৫৭ টাকা হয়েছে, যা আগে ১৯৪৮.৫ টাকা ছিল। একই সময়ে চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫০.৫ টাকা কমে ২০৮০.৫ টাকা হয়েছে। 

আপনার শহরের দাম চেক করুন
আপনি যদি আপনার শহরে গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানতে চান, তাহলে আপনি সরকারি তেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সেটি দেখতে পারবেন। এর জন্য আপনাকে IOCL-এর ওয়েবসাইট (cx.indianoil.in/webcenter/portal/Customer/pages_productprice) দেখতে হবে। এরপর ওয়েবসাইটে রাজ্য, জেলা এবং সাপ্লায়ার সংস্থা নির্বাচন করুন। তারপর সার্চে ক্লিক করুন। এরপরই আপনার সামনে চলে আসবে গ্যাস সিলিন্ডারের দাম।

আরও পড়ুন, Economic Survey 2021-22: আর কয়েক বছরের অপেক্ষা! এরপরই ভারতীয় পুরুষদের ছাপিয়ে যাবেন মহিলারা

India Economic Survey 2022: চলতি অর্থবর্ষে ৯.২ শতাংশ জিডিপি বৃদ্ধির ইঙ্গিত, আর্থিক সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.