'লভ জিহাদে'র অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা রাজস্থানে

লভ জিহাদের অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিস। ঘটনায় গ্রেফতার ৩। 

Updated By: May 3, 2018, 09:56 PM IST
'লভ জিহাদে'র অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা রাজস্থানে

নিজস্ব প্রতিবেদন: 'লভ জিহাদে'র অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত রাজস্থানের বিকানের। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে রয়েছে মৃতের প্রেমিকার বাবাও। 

ভিনধর্মের মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে ২২ বছরের সইফ আলি। এরপরই লভ জিহাদের অভিযোগ করেছে মেয়েটির পরিবার। এরপর সইফের উপরে চড়াও হয় তারা।  সইফকে শহরের বাইরে নিয়ে গিয়ে ৭ জন বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। পুলিস ঘটনাস্থলে পৌঁছে সইফকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে বাঁচানো যায়নি তাঁকে। তিনজনকে গ্রেফতার করেছে পুলিস।     
     
'লভ জিহাদে'র অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজস্থান পুলিস। পুলিস সুপার সওয়াই সিং গোদারা বলেন, ''এটা লভ জিহাদ নয়। এই বয়সে একসঙ্গে পড়াশুনো করে ছেলেমেয়েরা। তখনই একটা সম্পর্ক গড়ে ওঠে।''

আরও পড়ুন- বিরোধিতা এড়িয়ে তাত্ক্ষণিক তিন তালাক নিয়ে অর্ডিন্যান্সের পথে কেন্দ্র

.