বহু উঁচুতলার মানুষের সঙ্গে যোগাযোগ ছিল ইন্দ্রাণীর (দেখুন ভিডিও)
শিনা বোরার খুনের কেসে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জীর সঙ্গে বহু উঁচুতলার মানুষের যোগ ছিল বলে জানা গেছে। মুম্বাইতে শিভ সেনার মুখপত্র 'সামানা'তে বের করা হয়েছিল কয়েকটি নামের তালিকা। যেখানে দুজন আইপিএস অফিসার, কয়েকজন শিল্পপতিকে ইন্দ্রাণীর মুখার্জির সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। এনারা সকলেই বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে।
ওয়েব ডেস্ক: শিনা বোরার খুনের কেসে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জীর সঙ্গে বহু উঁচুতলার মানুষের যোগ ছিল বলে জানা গেছে। মুম্বাইতে শিভ সেনার মুখপত্র 'সামানা'তে বের করা হয়েছিল কয়েকটি নামের তালিকা। যেখানে দুজন আইপিএস অফিসার, কয়েকজন শিল্পপতিকে ইন্দ্রাণীর মুখার্জির সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। এনারা সকলেই বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে।
শিনা বোরা কেসে ধৃত ওপর ৩ জন হল, ইন্দ্রাণীর বর্তমান স্বামী পিটার মুখার্জী, প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং গাড়ির চালক শ্যামভর রাই।
শিনা বোরা হলেন ইন্দ্রাণী মুখার্জীর ২৪ বছর বয়সী মেয়ে। যাকে ২০১২ সালের ২৪ এপ্রিল গাড়িতে খুন করা হয়।