জিতে আসলে কৃষকদের মতো ক্রেডিট কার্ডের সুবিধা ব্যবসায়ীদের, বড় ঘোষণা মোদীর
প্রথমে নোটবন্দি, তারপর জিএসটি- দেশের ব্যবসায়িক মহলে মোদী সরকারের প্রতি তৈরি হয়েছে নেতিবাচক আবহ।
নিজস্ব প্রতিবেদন: কৃষকদের মতো ব্যবসায়ীদের পাশেও দাঁড়াবে মোদী সরকার। তালকটোরা স্টেডিয়াম ব্যবসায়ীদের সম্মেলনে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। ঘোষণা করলেন, ২৩ মে সরকার গঠনের পর ব্যাপারি কল্যাণ বোর্ড গঠন করবেন। একইসঙ্গে কৃষকদের মতো নথিভূক্ত ব্যবসায়ীদের দেওয়া হবে ক্রেডিট কার্ড।
প্রথমে নোটবন্দি, তারপর জিএসটি- দেশের ব্যবসায়িক মহলে মোদী সরকারের প্রতি তৈরি হয়েছে নেতিবাচক আবহ। ২০১৪ সালে মোদীর 'অচ্ছে দিন'-এর সরকার আনতে বড় ভূমিকা পালন করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু, এবার পরিস্থিতি আলাদা। অসন্তোষ প্রশমনে তৃতীয় দফার ভোটের আগে ফিরে এলেন গুজরাটের 'বিকাশ পুরুষ'। নরেন্দ্র মোদী বলেন, ''দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ২৩ মে-র পর নতুন সরকার গঠিত হলে রাষ্ট্রীয় ব্যাপারী কল্যাণ বোর্ড তৈরি করব। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন করবে এই বোর্ড। জিএসটি-তে নথিভূক্ত সকল ব্যবসায়ীকে ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা দেওয়া হবে। কিষান ক্রেডিট কার্ডের মতো নথিভূক্ত ব্যবসায়ীদের জন্য ক্রেডিট কার্ড প্রকল্প আনব''।
প্রধানমন্ত্রীর কথায়,''আগে বহু আইনের মুখে পড়তেন ব্যবসায়ীরা। মূল্যবৃদ্ধির বোঝাও তাঁদের মাথায় চাপত। হাতে পয়সা না থাকলে মানুষ কেনাকাটা করবে কীভাবে? পাঁচবছরে বহু নিয়ম শিথিল করেছি। জিএসটি আসার পর ব্যবসা আরও সরল হয়েছে''।
PM Modi at traders convention in Delhi: I believe people of business community are also meteorologist, because they know everything in advance. They estimate it beforehand that which item will be needed in how much quantity & when pic.twitter.com/JGeBVccL1N
— ANI (@ANI) April 19, 2019
মোদী মনে করিয়ে দেন,''আগে কয়েক ডজন ফর্ম ভরতে হত। আজ তা কমে ৩-৪ হয়ে গিয়েছে। আগে বলা হত, সরকারে থাকা লোকেরাই সত্ বাকি সব চোর। এভাবে চলে না। ব্যবসায়ীরাই ভারতকে একসময় সোনার পাখি করেছিলেন''।
বিশ্বে ব্যবসা বান্ধব (ইজ অব ডুয়িং বিজনেস) তালিকায় ৬৫ ধাপ এগিয়ে ৭৭ নম্বর স্থানে উঠে এসেছে ভারত। প্রধানমন্ত্রীর দাবি, শীঘ্রই ভারত প্রথম পঞ্চাশে ঢুকে পড়বে। এখন ৫৯ মিনিটে সরকারি পোর্টাল থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন ব্যবসায়ীরা। জিএসটি আসার পর ৯৮ শতাংশের জিনিসের দাম ১৮%-এর কম।
আরও পড়ুন- 'রাম মন্দির হল না কেন? মোদী তুমি জবাব দাও', মনে করাল তৃণমূলের ব্যানার