LIVE: সাত দফায় লোকসভা নির্বাচন, সাংবাদিক বৈঠকে ঘোষণা করল কমিশন, গণনা ২৩ মে
দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ২০১৯ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার
নিজস্ব প্রতিবেদন: দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ২০১৯ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার।
সাত দফায় ভোটগ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটগ্রহণ ১১ এপ্রিল। ভোটগণনা ২৩ মে। আর রাজ্যে সাত দফায় হতে চলেছে ভোট।
#LokSabhaElections2019 to be held in 7 phases. pic.twitter.com/k1B5upGIP9
— ANI (@ANI) March 10, 2019
#LokSabhaElection2019: 1st phase polling to be held on 11th April, 2nd phase on 18th April, 3rd phase on 23rd April, 4th phase polling to be held on 29th April, 5th phase polling on 6th May, 6th phase polling on 12th May, 7th phase 12th May. Counting of all phases on 23rd May. pic.twitter.com/1IcW8KGg91
— ANI (@ANI) March 10, 2019
গোটা দেশে চালু হয়ে গেল আদর্শ নির্বাচনী বিধি। বিধি ভঙ্গ করলে কড়া ব্যবস্থা। .
গোটা দেশে প্রায় ১০ লক্ষ পোলিং বুথ। গতবার ছিল প্রায় ৯ লক্ষ।
ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট ব্যবহার করা হবে প্রতিটি পোলিং স্টেশনে।
প্রয়োজনীয় সংখ্যায় বুথ রয়েছে। তবে দরকারে ভোটের আগে বুথ খোলা হবে। কোথাও বরফপাত হলে ভোটকেন্দ্র খুলবে কমিশন।
কন্ট্রোল রুম ও পর্যবেক্ষণ ব্যবস্থা। প্রচুর সংখ্যায় আধা সামরিক বাহিনী। স্পর্শকাতর রাজ্যে বিশেষ পর্যবক্ষক পাঠানো হবে।
আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন ভোটাররা। ইতিমধ্যেই কর্ণাটকে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। নাম ও নম্বর দিয়ে অভিযোগ জানালে ১০০ মিনিটের মধ্যে পদক্ষেপ নিয়ে বাধ্য কর্তৃপক্ষ। নাম গোপনীয় রাখা হবে।
রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে না। প্রচারে পরিবেশের ক্ষতি করে এমন জিনিস ব্যবহার না করার জন্য রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করেছে নির্বাচন কমিশন।
প্রত্যন্ত অঞ্চলে পথ নাটক, মেলায় প্রচার চলবে। কমিউনিটি রেডিও মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছবে কমিশন।