এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে লোকসভা ভোট, ঘোষণা হয়ত কাল

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে লোকসভা ভোট। সাত থেকে দশই এপ্রিলের মধ্যে প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সাত দফায় ভোট করার কথা ভাবছে কমিশন। এমন খবর পিটিআই সূত্রে মিলিছে।

Updated By: Mar 2, 2014, 06:35 PM IST

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে লোকসভা ভোট। সাত থেকে দশই এপ্রিলের মধ্যে প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সাত দফায় ভোট করার কথা ভাবছে কমিশন। এমন খবর পিটিআই সূত্রে মিলিছে।

সাত দফায় ভোট হলে তা হবে রেকর্ড। তবে দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এক দফা কমানো নিয়ে চিন্তাভাবনা চলছে। এরআগে ২০০৯ সালের লোকসভা ভোট হয়েছিল পাঁচ দফায়। দফার ভিত্তিতে সেটাই ছিল সর্বোচ্চ। ৩ মার্চ বা ৬ মার্চ ভোটের দিন ঘোষণা করবে কমিশন।

.